janatar kalam Home রাজ্য “SWACHHATA PAKHWADA”– কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া শহরের জনবহুল এলাকায় “স্বচ্ছ ভারত” অভিযান কর্মসূচি পালন করলো “BSF”
রাজ্য

“SWACHHATA PAKHWADA”– কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া শহরের জনবহুল এলাকায় “স্বচ্ছ ভারত” অভিযান কর্মসূচি পালন করলো “BSF”

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি:-ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “SWACHHATA PAKHWADA”– কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা দেশ ও রাজ্যের সাথে তাল মিলিয়ে আমাদের তেলিয়ামুড়া শহরের জনবহুল এলাকায় “স্বচ্ছ ভারত” অভিযান কর্মসূচি পালন করে “BSF” তেলিয়ামুড়া সেক্টর হেড কোয়ার্টারের উদ্যোগে পয়লা ডিসেম্বর থেকে ১৫-ই ডিসেম্বর পর্যন্ত । উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল ৬ টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি স্থিত জনবহুল এলাকা রেল স্টেশন সহ আশপাশ গোটা এলাকায় “সাফাই অভিযান” কর্মসূচি পালন করে তেলিয়ামুড়া “BSF”-র ১১৯ এবং ৮০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন “BSF” তেলিয়ামুড়ার সেক্টর হেড কোয়ার্টারের “COMMANDENT” অনিল টিথা, ১১৯ ব্যাটেলিয়নের “COMMANDENT” R.S ত্রিবেদী সহ আরও অন্যান্য আধিকারিকেরা ও জওয়ানেরা । এইদিনের এই সাফাই অভিযান কর্মসূচি চলে উৎসবের মেজাজে । পরবর্তীতে “BSF”-র এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান “গত ১-লা ডিসেম্বর থেকে আগামী ১৫-ই ডিসেম্বর পর্যন্ত তেলিয়ামুড়া শহরের বিভিন্ন জনবহুল এলাকায় সাফাই অভিযান কর্মসূচিতে হাত লাগায় তাঁরা । এই সাফাই অভিযান কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো— সকল সাধারণ মানুষকে স্বচ্ছতার প্রতি সজাগ করা এবং সাফাই কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে অংশগ্রহণ করা”।

Exit mobile version