2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সরকারী শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারী প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ায় বিক্ষোভ প্রদর্শন করল AIDSO

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের সমস্ত সরকারী স্কুলগুলোকে সরকার বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে তারই প্রতিবাদে আজ অল ইন্ডিয়া ডি এস ও রাজ্যের শিক্ষাভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এদিন সংগঠনের সভাপতি সংবাদমাধ্যমের সামনে বলেন সম্প্রতি রাজ্য সরকার ” স্কুল শিক্ষা ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণ নিয়ন্ত্রণ ও উৎসাহদান নীতি ” সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সরকারি শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি বেসরকারিকরণ করে তুলছে যা চূড়ান্ত শিক্ষাস্বার্থ বিরোধী । উল্লেখ্য গত ১ লা নভেম্বর ২০২১ ইং সংগঠন সরকারি শিক্ষার দায়ভার বেসরকারি বিদ্যা ব্যবসায়ীদের হাতে তুলে না দেওয়ার দাবি জানিয়ে শিক্ষা অধিকর্তাকে এক স্মারকলিপি প্রদান করা হয়েছিল । কিন্তু অবাক করার বিষয় শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ছাত্র শিক্ষক অভিভাবকদের কোনোরকম মতামত না নিয়েই গত ২ রা ডিসেম্বর শিক্ষাক্ষেত্রে বেসরকারি পুঁজি ঢালাও অন্তর্ভুক্তির বিষয়ে শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে । সরকার শিক্ষার গুণগত মানের নামে নতুন পাঠ্যক্রম চালু , সিবিএসই প্যাটার্নে নতুন পরীক্ষাপদ্ধতি , একই শ্রেণিতে সাধনা- প্রেরণা নামে দুই ধরনের মানসিকতা সম্পন্ন ছাত্র – ছাত্রী তৈরি সহ বিভিন্ন ভাবে কার্যতঃ শিক্ষার ক্ষতিই সাধন করছে । সাধারণ মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রীদের পূর্বে যতটুকু সরকারি শিক্ষাগ্রহণের সুযোগ ছিল এই বেসরকারীকরণের নীতি বলবৎ করে সরকার সেই সুযোগ টুকুও কেড়ে নেওয়ার চক্রান্ত করছে । শুধু তাই নয় শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারিকরণ হলে বিএড , এম এড পাস করা এ রাজ্যের বহু ছাত্র – ছাত্রী আগামীদিনে শিক্ষকতার সুযোগ থেকে বঞ্চিত হবে । এতে কোন সন্দেহ নেই যে এতে কোমলমতি ছাত্র – ছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন মুনাফালোভী বিদ্যাব্যবসায়ীদের মাধ্যমে পুরোপুরি ধ্বংস সাধন হবে । অপরদিকে সরকার ও সুকৌশলে শিক্ষাকে মহার্ঘ্য পণ্যে পরিণত করে শিক্ষার সম্পূর্ণ দায়ভার ছাত্র – ছাত্রীদের উপর ঠেলে দিচ্ছে যা রামমোহন , বিদ্যাসাগর , জ্যোতিবা রাও ফুলের মতো মণিষীদের শিক্ষা চিন্তার পরিপন্থী। এমতাবস্থায় রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে অল ইন্ডিয়া ডি এস ও আপনার নিকট নিম্নলিখিত দাবিগুলো উত্থাপন করছে । আশা করি রাজ্যের জনশিক্ষাকে বাঁচাতে আপনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন । আমাদের দাবি : ১ ) কোনো অজুহাতেই সরকারি শিক্ষায় বেসরকারি পুঁজির প্রবেশ ঘটানো চলবে না । ২ ) শিক্ষার সমস্ত দায়ভার সরকারকেই নিতে হবে । ৩ ) অবিলম্বে সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে । ৪ ) সরকারি মদতে শিক্ষার বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণ করা চলবে না । ৫ ) গুণগত শিক্ষা প্রদানে সরকারকে অবশ্যই ছাত্র শিক্ষক সংগঠন ও অভিভাবকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে । ৬.অশিক্ষক কর্মচারী নিয়োগের দায়িত্ব চুক্তিবদ্ধ সংস্থার হাতে তুলে দেওয়া চলবে না । এদিনের কর্মসূচিতে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service