জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে ৮ নং টাউন বড়দোয়ালী এলাকার নব নির্বাচিত কাউন্সিলর এবং আগরতলা পুর নিগমের নব নির্বাচিত মেয়র কে আজ ভারতীয় জনতা পার্টির ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে , উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি ড. মানিক সাহা। এদিন ড. মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন উন্নয়ন ছাড়া কথা বলেন না ঠিক তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রীও উন্নয়ন ছাড়া কথা বলেন না তো সেদিকে লক্ষ্য রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্মার্ট সিটির স্বপ্ন সেই স্বপ্নকে যেন বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে যা যা দরকার সেগুলি যেন করেন এবং সাধারণ মানুষের দৈনন্দিন যে সমস্যা সেই সমস্যাগুলি দূরীকরণে নব নির্বাচিত কাউন্সিলররা ও মেয়র যেন গুরু দায়িত্ব নেন তার আহবান রাখেন। এদিনের অনুষ্ঠানে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
৮ নং টাউন বড়দোয়ালী এলাকার নব নির্বাচিত কাউন্সিলর এবং আগরতলা পুর নিগমের নব নির্বাচিত মেয়র কে ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন
- by janatar kalam
- 2021-12-07
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this