জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পুর ও নগর সংস্থার প্রতিটি ওয়ার্ডে একজন করে সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। সোমবার ৫৯ তম অসামরিক গৃহরক্ষী বাহিনী দিবস উদযাপন উপলক্ষে রাজস্ব মন্ত্রী একথা বলেন।রাজ্যে দুর্যোগ হলে তার মোকাবিলা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠে। আধুনিক সরন্জাম না থাকায় দুর্যোগ মোকাবেলায় সমস্যার সৃষ্টি হয়। বন্যায় দুর্গত মানুষকে উদ্ধার করা, জলে ডুবে গেলে উদ্ধার করার ক্ষেত্রেও তেমন ভুমিকা নেই। এবার আরো আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ করা হবে বলে জানান রাজস্ব মন্ত্রী। অসামরিক গৃহরক্ষী বাহিনী দিবস উদযাপন উপলক্ষে মুল অনুষ্ঠান হয় আগরতলার অরুন্ধতীনগরস্থিত পুলিশ মাঠে। বৃষ্টির মধ্যে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাজস্ব মন্ত্রী। হয় শপথ গ্রহণ।
কারা মন্ত্রী রামপ্রসাদ পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজস্ব মন্ত্রী তার ভাষনে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলকে ভুমিকম্প প্রবন হিসেবে উল্লেখ করেন।আগে দুর্যোগ মোকাবেলার মহড়া, স্বেচ্ছাসেবক নিয়োগ, সব গুলো হত আগরতলা কেন্দ্রীক। এখন ডি সেন্ট্রালাইজড করা হচ্ছে বলে তিনি জানান। রাজস্ব মন্ত্রী বলেন রাজ্যের সব জেলায় দুর্যোগ মোকাবেলার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি জেলায় ৫০ জনের দুর্যোগ মোকাবেলা টিম তৈরি করা হবে। পরে ১০০ জনের করা হবে বলে তিনি জানিয়েছেন। রাজ্যের জেলা সদরে কার্যক্রম শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
রাজ্য
রাজ্যের সব জেলায় দুর্যোগ মোকাবেলার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে: রাজস্ব মন্ত্রী
- by janatar kalam
- 2021-12-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this