2024-11-18
agartala,tripura
রাজ্য

পরিক্ষায় ছাত্রছাত্রীদের ব্যাপক উপস্থিতিতে খুশী শিক্ষামন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার সন্ধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এবং এদিন তিনি বলেন বিগত দিনগুলিতে রাজ্যের এক একটি বিদ্যালয়ের জন্য এক একটি প্রশ্নপত্র তৈরী করা হত, কিন্তু রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠিত হবার পর সবকা বিকাশের লক্ষে একটি শাখার মধ্য দিয়ে রাজ্য সরকার পরিচালিত বিদ্যালয়গুলির জন্য একই প্রশ্নপত্র তৈরি করা হয় এবং সেই প্রশ্নের মাধ্যমে সবকটি বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানান। কেননা সবকা বিকাশ না করা হলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব নই বলে জানান তিনি। তাছারা তিনি এদিন আজ থেকে শুরু হওয়া একাদশ ও নবম শ্রেণীর পরীক্ষার পরিসংখ্যান তুলে ধরেন তিনি জানান আজকের একাদশ শ্রেনীর পরীক্ষা রাজ্যের ৩৯৫টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, যার উপস্থিতির হার ৯২.৪৯%, যার মধ্যে সর্বোচ্চ উপস্থিতির হার হল ঊনকোট জেলায়- ৯৬.৭৮%, উত্তর ত্রিপরায়- ৯৩.৯৫%, এবং ধলাই জেলায়- ৯৩.১৫%। তাছাড়া নবম শ্রেনীর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ৯৯৫টি বিদ্যালয়ে যার উপস্থিতির হার ৪৬.৩৬%। যার মধ্যে সিপাহীজলা জেলা- ৯১.৬০%, গোমতী জেলা- ৯১.৫২%, দক্ষিন ত্রিপুরা – ৯০.২৯%। তাছাড়া এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন যে রাজ্যের মানুষের মানসিকতা বদলেছে মানুষকে ভালোভাবে কিছু বুঝালে মানুষ বুঝতে পারে, আর এদিন শিক্ষামন্ত্রী রাজ্যের সমস্ত অভিভাবক সমাজ, শিক্ষক সমাজ ও সমস্ত ছাত্র সংগঠনগুলিকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি আজকের একাদশ ও নবম শ্রেণীর পরীক্ষায় ব্যাপক সংখ্যায় ছাত্রছাত্রীদের উপস্থিতিতে খুশী ব্যাক্ত করেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service