জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দীর্ঘ কুড়ি বছর যাবৎ লাগাতর দাবী জানানোর পর পূর্ত দফতরের তরফে মেরামত করা হচ্ছে রাস্তা।তাও অতি নিম্ন মানের।অতি নিম্ন মানের বালি,পরিমাণের তুলনায় কম দেওয়া হচ্ছে পিচ ।কোন রকমে নামকাওয়াস্থে করা হচ্ছে রাস্তা মেরামতের কাজ।এই অভিযোগ তুলে শুক্রবার রাস্তার কাজ বন্দ্ব করে দিল গ্রামবাসীরা ।পরবর্তীতে পূর্ত দফতরের এস ডি ও কর্তৃক উন্নত মানের কাজ করার আশ্বাস দিলে রাস্তা মেরামতের কাজ শুরু করা হয় ।ঘটনা ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত সরমা এ ডি সি ভিলেজের ফিশারি রাস্তায়।ফিশারি কমপ্লেক্সে রয়েছে একটি হেলিপ্যাড ।তাচারা রয়েছে ফিশারি অফিস।ওই রাস্তা ধরে প্রতিদিন বহু যান চলাচল করে থাকে।প্রায় কুড়ি বছর পূর্বে ওই রাস্তাটিতে মেটেলিঙ করে পিচ করা হয়েছিল ।এরপর ওই রাস্তায় ন্যুনতম মেরামতের কাজেও হাত দেওয়ার প্রয়োজন মনে করেনি পূর্ত দফতর ।তারপর থেকে রাস্তাটির মেরামতি চেয়ে লাগাতর দাবী তুলে আসছে গ্রামবাসীরা ।সপ্তাহ খানেক আগে গ্রামবাসীদের দাবী অনুযায়ী রাস্তাটির মেরামতের কাজ শুরু করেছেন জনৈক ঠিকেদার।গ্রামবাসীদের অভিযোগ কাজের শুরু থেকেই ঠিকেদার অতি নিম্ন মানের কাজ করে আসছেন।নিম্ন মানের বালি,প্রয়োজনের তুলনায় পিচ কম দেওয়া ইত্যাদি অভিযোগ তুলে শুক্রবার সরমা এ ডি সি ভিলেজের সাধারন মানুষজন ঐক্যবদ্ধ ভাবে মেরামতের কাজটি বন্ধ করে দেন ।সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছান গন্ডাছড়া মহকুমার পূর্ত দপ্তরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তথা এস ডি ও রথীন্দ্র দেববর্মা।ঘটনাস্থলেই এস ডি ও-কে ঘেরাও করে অভিযোগ জানাতে থাকেন গ্রামবাসীরা ।দীর্ঘক্ষণ ঘেরাও থাকার পর উন্নত মানের কাজের আশ্বাস দিলে ঘেরাও মুক্ত হন এসিস্ট্যন্ট ইঞ্জিনিয়ার তথা গন্ডাছড়া মহকুমার পূর্ত দপ্তরের এস ডি ও-রথীন্দ্র দেববর্মা ।এখন দেখার কতটা উন্নত মানের কাজ করে দেখান পূর্ত দপ্তর ।
রাজ্য
দীর্ঘদিনের দাবী পূরন হলেও কাজ হচ্ছে নিম্নমানের, ক্ষুব্ধ এলাকাবাসী
- by janatar kalam
- 2021-12-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this