2025-04-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এই জয় মানুষের,দাঙ্গার অপচেষ্টা, হিংসা, নিন্দা, কুৎসার যোগ্য জবাব- রতন চক্রবর্তী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে ৫ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ৯ নং ওয়ার্ড এর জয়ী বিজেপি প্রার্থী শ্রী উত্তম কুমার ঘোষকে নিয়ে সুবিশাল এক বিজয় মিছিল বের করা হয়। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী মহাশয়। মিছিল টি শুরু হয় রেশম বাগান স্কুল থেকে শেষ হয় খয়েরপুর গিয়ে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার বিধায়ক রতন চক্রবর্তী বলেন সরকার বদলের পর এলাকায় কাজ হচ্ছে এটা তারই প্রতিফলন। তাছাড়া বিভিন্ন ধরনের মানুষের দাঙ্গার অপচেষ্টা, হিংসা, নিন্দা, কুৎসার যোগ্য জবাব বলে। এদিনের মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service