জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধিঃ- রাজ্যে যেন গাঁজা চাষের উত্তরোত্তর শ্রী-বৃদ্ধি পেয়েই চলেছে । আবারও “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার লক্ষ্যে গাঁজা বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য অর্জন করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাহিনী । উল্লেখ্য, আজ মঙ্গলবার সাত সকালে মুঙ্গিয়াকামী থানার পুলিশ একটি ৬ চাকার পণ্যবাহী লড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ২৩০ কেজি অবৈধ শুকনো গাঁজার প্যাকেট । যার বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৩০ হাজার টাকা হবে বলে অনুমান করা হচ্ছে । ঘটনার বিবরণে জানা যায়, আজ মঙ্গলবার সাত সকালে মুঙ্গিয়াকামী থানাধীন আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুরা নিত্যদিনের মতো ভেহিকেল চেকিং করতে বসে । আর ঠিক এমন সময়েই আগরতলা থেকে একটি ৬ চাকার পণ্যবাহী লরি যার নম্বর UP 15 / DT 7879 গাঁজা বুঝাই নিয়ে বহিঃরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল । কিন্তু মুঙ্গিয়াকামী থানার কর্তব্যরত পুলিশ বাবুরা এই পণ্যবাহী ৬ চাকার গাড়িটিকে দাঁড় করিয়ে জাতীয় সড়কের মধ্যেই দফায় দফায় চিরুনি তল্লাশি চালায় । আর ক্ষনিকের মুহূর্তে এতেই আসে বিরাট সাফল্য । তৎক্ষণাৎ পুলিশি অভিযানে এই ৬ চাকার পণ্যবাহী লরিটি থেকে উদ্ধার হয় ২৩০ কেজি অবৈধ শুকনো গাঁজার প্যাকেট । সঙ্গে সঙ্গেই খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘরি করে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়া । পরবর্তীতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুরা ওই গাঁজা বুঝাই ৬ চাকার লরিটি ও বহিরাজ্যের লড়ির চালক সহ আরও ২ জন কে আটক করে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসে । তাদের নাম ওমেশ কুমার (23) বিহার, আশিস কুমার ইয়াদব (26) উত্তর প্রদেশ, সুধির কুমার (23) উত্তর প্রদেশ। এইদিকে দিনের-পর-দিন প্রতিনিয়তই অহরহ ত্রিপুরা রাজ্য থেকে বহিঃরাজ্যে বরাবরের মতোই গাঁজা পাচার কালে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার এই রকম গাঁজা বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্যে খুশির বাতাবরণ বিরাজ করছে তেলিয়ামুড়ার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল জুড়ে ।।
রাজ্য
মুঙ্গিয়াকামী থানার পুলিশের হাতে আটক ১১ লক্ষ ৩০ হাজার টাকার গাঁজা
- by janatar kalam
- 2021-11-30
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this