জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের দেবতুল্য বিধায়ক সুরজিৎ দত্তের ভাইপু অভিষেক দত্ত কাকার দেখানে পথকে পাথেয় করে জনসেবায় নিয়োজিত হয়েছিলেন এবং এলাকার জনগনের আশীর্বাদ নিয়ে আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৮ নং ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচন যুদ্ধে নেমে পড়েন এবং এই যুদ্ধে তিনি জনগনের রায়ে ব্যাপক সংখ্যক ভোট নিয়ে উনার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে ৬৫৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। উনার জয়ে খুশীর জোয়ার আসে রামনগর এলাকাজুড়ে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তিনি এই জয় গনতন্ত্রের জয় এবং উনার এই সফলতার পেছনে উনার কাকা বিধায়ক সুরজিৎ দত্তের অবদান রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রাজ্য
জয়ী অভিষেক, খুশীর জোয়ার রামনগর এলাকায়
- by janatar kalam
- 2021-11-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this