জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- এলজেইউ-এর অধিভুক্ত ত্রিপুরা সাংবাদিক ইউনিয়ন শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকতায় কোভিড-১৯ এর প্রভাব, মিডিয়ার ডিজিটালাইজেশন, ইউনিয়ন বিল্ডিং এবং সাংবাদিকতায় জেন্ডার সমতার সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে একটি কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিজেইউর সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী এবং টিজেইউর সাধারণ সম্পাদক প্রণব সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেন্ডার কাউন্সিলের আহ্বায়ক বিন্দুস্মিতা ভৌমিক, জেন্ডার কাউন্সিলের সদস্য শেশাদ্রি দাশগুপ্ত এবং ত্রিপুরা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যরা। গীতার্থ পাঠক, ইন্ডিয়ান ফেডারেশন অফ জার্নালিস্টের সভাপতি ফোনে সংশ্লিষ্ট বিষয়ে তার মতামত বিনিময় করেন। এই কর্মশালায় মূলত বৈশ্বিক মহামারী এবং সাংবাদিকতার উপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকদের কাজের সবচেয়ে কঠিন দিক হিসাবে COVID-19 সংকট এবং 82% মহামারীর ফলে কমপক্ষে একটি নেতিবাচক মানসিক বা মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। বেশিরভাগ মানুষ সংবাদপত্রের পরিবর্তে ডিজিটাল মিডিয়া গ্রহণ করেছে। এই কর্মশালায় সাংবাদিকরা সাংবাদিকতায় জেন্ডার সমতা নিয়ে আলোচনা করেন। বিশ্বজুড়ে মিডিয়ায় নারীরা প্রভাব বিস্তার করছে। তারা আরও আলোচনা করেছেন কিভাবে নারী সাংবাদিকরা তাদের কর্মক্ষেত্রে নিরাপদ বোধ না করে তাদের নিরাপত্তা প্রদান করবেন। তাদেরকে অন্যদের পাশাপাশি মাঠে কাজ করার সুযোগ দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
রাজ্য
সাংবাদিকতার উপর কোভিড-১৯ এর প্রভাব, মিডিয়ার ডিজিটালাইজেশন, ইউনিয়ন বিল্ডিংয়ের সুযোগ এবং চ্যালেঞ্জ এবং সাংবাদিকতায় জেন্ডার সমতা নিয়ে কর্মশালা IFJ এর উদ্যোগে
- by janatar kalam
- 2021-11-26
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this