2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নির্বাচনের দিনে ভোটিং মেশিন গুলোতে যেন গোলযোগ না দেখা তার জন্য চলছে কমিশনিং

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পৌরনিগম নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন কমিশনিং করা হয়েছে আগরতলার উমাকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয় হল ঘড়ে। এদিন ভোটিং মেশিন গুলো কমিশনিং করার সময় বিভিন্ন দলের এজেন্ট রা এবং রিটার্নিং অফিসার ও সি আই এর উপস্থিতিতে ভোটিং মেশিন গুলো কমিশনিং করা হয়েছে। আগারতলার পৌরনিগম নির্বাচনে একান্নটি ওয়ার্ডে নির্বাচন পঁচিশে ডিসেম্বর ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে তাই তার আইডি থেকে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন গুলো বিভিন্ন বুথে বুথে পাঠানোর জন্য পরীক্ষামূলকভাবে ভোটিং মেশিন গুলো ঠিক আছে কিনা তা শেষবারের মতন দেখে নিলেন এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার অনিমেষ সাহা সংবাদমাধ্যমকে জানান নির্বাচনের দিনে ভোটিং মেশিন গুলো যাতে কোন রকমের গোলযোগ না দেখা দেয় তার জন্য এই কমিশনিং ব্যবস্থা করা হয়েছে বলে জানান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service