2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কাজ ও খাদ্যের দাবিসহ পুরো নিগমও নগর পঞ্চায়েত নির্বাচনে বাম মনোনীত প্রার্থীদের জয়ী করার আহবান নিয়ে পথসভা করেন ডিওয়াই এফ আই ও টি ওয়াই এফ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- .কাজ ও খাদ্যের দাবি কে সামনে রেখে ডিওয়াই এফ আই ও টি ওয়াই এফ এর পক্ষ থেকে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে পথসভা করা হয় এই পথসভা থেকে আওয়াজ তোলা হয় পুরো নিগমও নগর নির্বাচনে বাম মনোনীত প্রার্থীদেরকে আগামী 25 শে ডিসেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। এদিন আগরতলার প্যারাডাইস চৌমুনী থেকে পৌর নিগন নির্বাচনে বাম সমর্থিত প্রার্থীদের নিয়ে আগরতলার রাজপথে এক রেলি বের করা হয়।এই দিনের পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বিজেপি পার্টি এবং তার সরকারকে চ্যালেঞ্জ করেন যে যদি এটি করার সাহস থাকে তবে একটি একক ওয়ার্ডে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুমতি দিন। “আমি চ্যালেঞ্জ করছি যে বিজেপি কারচুপি ও সহিংসতা ছাড়া একটি নির্বাচনেও জিতবে না। মন্ত্রিসভায় আগে একজন মন্ত্রীকে মিথ্যাচারের ভাষ্যকার হিসেবে রাখা হয়েছিল, এখন দায়িত্ব দেওয়া হয়েছে নতুন মুখকে। নতুন মন্ত্রী প্রশ্ন করেন, সহিংসতা কোথায়? তিনি সহিংসতা দেখতে পারেন না কারণ যারা সহিংসতা সংগঠিত করে তারা সহিংসতা দেখতে পায় না”, বলেন নবারুণ।
“আমি বিজেপিকে বলছি, একটি চ্যালেঞ্জ নিতে এবং কারচুপি ছাড়াই একটি আসনের ভোটের অনুমতি দিতে। বিজেপি জামানত-জবতের মুখোমুখি হবে এবং বিজেপি তা ভাল করেই জানে। সেই কারণেই বিজেপি শুরু থেকেই প্রার্থীদের উপর আক্রমণ শুরু করে যাতে তাদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়”, বলেন নবারুণ দেব।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service