জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিশ্ব ডায়াবেটিস দিবস আজ রোববার ১৪ নভেম্বর। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে দিবসটি পালিত হয়,চলমান বৈশ্বিক করোনা ভাইরাস মহামারি ডায়াবেটিস রোগীদের জন্য আরও ঝুঁকি সৃষ্টি করেছে । বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে রবিবার অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের পক্ষ থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাএা বের করা হয়।পদযাএা বের করার আগে নিল বেলুন উড়িয়ে পদযাএার শুভ সূচনা করেন ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের নেতৃত্ব রা। এই সচেতনতা মূলক পদযাএায় অংশগ্রহণ করেন নার্সিং ছাত্র-ছাত্রী ও লায়ন্স ক্লাবের সদস্যরা। এই বারের ডায়বেটির এর ভাবনা হলো সাধারণ জনগণের মধ্যে ডায়াবেটিসের সহজ লক্ষ করা। পদযাত্রার মধ্য দিয়ে মধ্য দিয়ে জনগনকে ডায়াবেটিক সম্পর্কে সচেতনতা করা মূল লক্ষ্য।এই দিন ডায়বেটিক সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের সাধারণ সম্পাদক বলেন ডায়াবেটিক রোগ থেকে মুক্তি পেতে সবাই চায় কিন্তু সেই রোগ থেকে মুক্তি পাওয়ার বিষয়ে তিনি উল্লেখ করেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের পক্ষ থেকে আগরতলা শহরে পদযাত্রা করে ডায়াবেটিক সম্পর্কে জনগণকে সচেতনতা করান অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরাম।
রাজ্য
ডায়াবেটিক দিবস উপলক্ষে সচেতনতা রেলী অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের
- by janatar kalam
- 2021-11-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this