জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শাসক দলকে টেক্কা দিতে নির্বাচনের ময়দানে ঝাপিয়ে পড়েছে অনেকেই। যার মধ্যে অন্যতম হল টিডিএফ। এই টিডিএফ দল রাজ্যের আপামর জনগনের স্বার্থে কাজ করার লক্ষ নিয়ে নির্বাচনের ময়দানে নেমেছেন বলে জানিয়েছিলেন আগেই দলের শীর্ষ নেতৃত্বরা। আর এই লক্ষমাত্রাকে সামনে রেখে ৯ বনমালীপুর ওয়ার্ড নাম্বার ২৩, কামারপুকুর এলাকায় টিডিএফ মনোনীত প্রার্থী শ্রেয়সী লস্কর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন এবং প্রচারকালে এলাকার জনগনের উৎসাহ লক্ষনীয় বলে জানান তিনি। এদিন উপস্থিত ছিলেন TDF সভাপতি পূজন বিশ্বাস, চেয়ারম্যান তেজেন দাসসহ অন্যান্য নেতৃত্বরা।
রাজ্য
শাসক দলকে টেক্কা দিতে প্রচারে এগিয়ে TDF প্রার্থী শ্রেয়সী
- by janatar kalam
- 2021-11-13
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this