জনতার কলম ত্রিপুরা সিপাহীজলা প্রতিনিধিঃ- শনিবার সকাল 11 টা থেকে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে শুরু হয় মেগা লিগাল সার্ভিস ক্যাম্প। এই মেগার লিগেল সার্ভিস ক্যাম্প কে কেন্দ্র করে বিভিন্ন স্টল বসেছে, যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, বিশালগড় মহিলা থানা থেকে প্রয়াস, বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত, সোনামুড়া মহকুমা শাসক, জেলা ফরেস্ট ডিপার্টমেন্ট, চাইল্ড লাইন ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মেগা লিগেল সার্ভিস ক্যাম্পে স্টল বসেছে। এবং মেগা লিগ্যাল সার্ভিসেস তরফ থেকে ৪৭ টি ST সার্টিফিকেট, বাইশটি মেরেজ সার্টিফিকেট প্রদান করা হয় ।
রাজ্য
সিপাহীজলা জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে অনুষ্ঠিত হল মেগা লিগাল সার্ভিস ক্যাম্প
- by janatar kalam
- 2021-11-13
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this