2024-11-18
agartala,tripura
রাজ্য

ডম্বুরের নারিকেলকুঞ্জে নবনির্মীত হেলিপ্যাড উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার ডম্বুরের নারিকেলকুঞ্জে নবনির্মীত হেলিপ্যাড উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে ডম্বুরের নারিকেলকুঞ্জে নবনির্মীত হেলিপ্যাডের আনুষ্ঠানিক উদ্বোধন হল। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ডম্বুর নির্ভর রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি এই অঞ্চল সহ প্রায় ৩,৫০০ রোজগার সৃজণের লক্ষ্যমাত্রা গৃহীত হয়েছে। আজ থেকে ডম্বুরে সূচনা হওয়া হেলিকপ্টার সার্ভিস এই কেন্দ্রের প্রতি পর্যটকদের আরও আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস। এই জলাশয়ের ৪৮ টি দ্বীপের মধ্যে প্রাথমিকভাবে পাঁচটিকে উন্নীতকরণ ও আকর্ষণীয় করে গড়ে তোলার কাজ চলছে। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে ডম্বুরকে আরও আকর্ষণীয় করে তুলতে তিন বছরের মধ্যেই আধুনিক পর্যটননির্ভর বিনোদন ও উদ্ভাবনী ভাবনায় গুচ্ছ পরিকল্পনা দ্রুততার সঙ্গে বাস্তবায়িত হচ্ছে বলে জানান এবং তিনি আরও বলেন যে কেন্দ্রীয় সহায়তায় রাজ্যের প্রায় ৮ টি পর্যটন কেন্দ্রে হেলিপ্যাড নির্মাণের লক্ষ্যে উদ্যোগ গৃহীত হয়েছে, যাতে প্রায় ৬৪ কোটি অর্থরাশি ব্যয়িত হবে। কৈলাশহর বিমানবন্দর চালুর প্রয়াস-সহ রাজ্যের আন্তর্জাতিক বিমান বন্দরকে কাজে লাগিয়ে, ঢাকা, চট্টগ্রাম, থাইল্যান্ড-সহ বিভিন্ন স্থানের সঙ্গে বিমান পরিষেবা চালু করার প্রচেষ্টা শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার মান বিকাশের পাশাপাশি রক্ষণাত্মক ও অতিথি আপ্যায়ন সুলভ মানসিকতা এই কেন্দ্রটির প্রতি পর্যটকদের আরও আকৃষ্ট করবে বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী আধুনিক জলযান চালিয়ে সম্পূর্ণ ডম্বুর জলাশয়ের প্রাকৃতিক শোভা উপভোগ করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service