জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- 15 নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী চন্দন দাস বিজেপির বিরুদ্ধে হুমকির ফলে প্রার্থী পদ প্রত্যাহারের সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার এর যে অভিযোগ তার বিরুদ্ধে মুখ খুললেন 7 রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি তাপস দেব। তিনি বলেন বামফ্রন্ট প্রার্থী যে মিথ্যাচার করেছেন তা ভিত্তিহীন এবং বামফ্রন্ট প্রার্থী চন্দন দাস খুবই চন্দন দাস একজন ভদ্রলোক উনার মুখে এধরণের মিথ্যাচার শোভা পায় না, এটা হয়তোবা বামফ্রন্ট দলের একটা ষড়যন্ত্র বলে মত প্রকাশ করেন। কেননা বামফ্রন্ট মনে করে অন্যায় মিথ্যাচারের মাধ্যমে সবকিছু পার হওয়া যায়, কিন্তু তারা জানেনা এখানকার স্থানীয় বিধায়ক মানুষের পাশে থেকে কাছে থেকে যেভাবে মানুষের জন্য কাজ করে চলছেন এবং রাজ্যের আদরনীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে রাজ্যের উন্নয়ন হচ্ছে তা দেখে মানুষ বিজেপী প্রার্থীদের জয়ী করবেন বলে। তাছাড়া বিগত দিনে বাম শাসনকালে এখানকার স্থানীয় মানুষদের উপর যে অন্যায় অত্যাচার করা হয়েছে তার জবাব আজ মানুষ তাদের কাছ থেকে চাইছেন বলে জানান তিনি।
রাজ্য
বামফ্রন্ট প্রার্থীর অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন 7 রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি তাপস দেব
- by janatar kalam
- 2021-11-09
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this