জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কাল রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উন্নয়ন সামাজিক মাধ্যমে দেখা যায় যে পেট্রোল এবং ডিজেলের মূল্য কম করানোতে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছে।কিন্তু আজ পেট্রোল পাম্পের চিত্রটা ছিল আলাদা পেট্রোলের দাম দেখা যাচ্ছে ১০৪ টাকা ২৮ পয়সা এবং ডিজেল ৯০ টাকা ৯১ পয়সা। মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যম এবার তার সাথে বাস্তবের কোন মিল দেখা যায়নি। তাছাড়া সাধারণ জনগণ যারা ডেলি বাইক স্কুটি অটো চালিয়ে থাকেন তারা এই কম হওয়াতে একেবারেই খুশি না। কেউ কেউ বলছে সামনে পৌরসভা নির্বাচন ভোট বৈতরণী পার করার জন্য এই ধরনের টোপ দেওয়া হয়েছে। ভোট চলে গেলে আবার পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাবে। সাধারণ জনগনের একটাই কথা পেট্রোল এবং ডিজেলের দাম যাতে ন্যূনতম একটা জায়গায় নিয়ে আসা হয় তাতে সাধারণ জনগণের অনেকটাই সুবিধে হবে বলে জানান।
রাজ্য
পেট্রোপন্যের মূল্য হ্রাসের কেন্দ্রীয় ঘোষণার সাথে মিল নেই রাজ্যের
- by janatar kalam
- 2021-11-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this