2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উপজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদানের দাবীতে বিক্ষোভ কর্মসূচি NSUI এর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জনজাতি ছাত্রছাত্রীরা স্কলারশিপ এর টাকা পাচ্ছেননা বহুদিন ধরে। তাই বাধ্য হয়ে ইন্দ্রনগরস্থিত PFMS অফিসের সামনে ঘেরাও আন্দোলন করল ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর পক্ষ থেকে। যতক্ষণ পর্যন্ত দপ্তরের আধিকারিকরা তাদেরকে আশ্বস্ত না করবেন ততক্ষণ পর্যন্ত ঘেরাও কর্মসূচি জারি রাখবেন বলে জানান সংগঠনের কার্যকর্তারা। জনজাতি ছাত্রছাত্রীরা বিগত বহুবছর ধরে স্কলারশিপের টাকা পেয়ে আসছিলেন আর তা দিয়ে তারা পড়াশোনা চালিয়ে যেতেন, এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যারা গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করছেন তাদের ভরসা একমাত্র কলারশিপ এর টাকা। কিন্তু তাও এবার পাচ্ছেন না তা নিয়ে তারা রাজ্যের শিক্ষামন্ত্রী জনজাতি কল্যাণ মন্ত্রীর কাছে অনেকবার যাওয়ার পরেও সে বিষয়ে কোনো কর্ণপাত করেননি মন্ত্রী বাহাদুর। শেষ পর্যন্ত না পেরে বুধবার আগরতলার ইন্দ্রনগরস্থিত পিএফ এম এস অফিসের সামনে এন এস আই এর সহ-সভাপতি সম্রাট রায় ঘেরাও কর্মসূচি করেন। এইদিনের ঘেরাও কর্মসূচি সম্পর্কে এন এস ইউ আই এর সহ সভাপতি সম্রাট রায় সংবাদমাধ্যমকে জানান যে অফিসে তারা ঘেরাও কর্মসূচি করেছেন সেই অফিসের লোক নেই ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের দাবি অনেকদিনের কিন্তু রাজ্য সরকারি দপ্তর সে বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন না। তাই যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানান হবে ততক্ষণ পর্যন্ত ঘেরাও কর্মসূচি জারি রাখবেন বলে জানান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service