2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সামাজিক মাধ্যমে সাহায্যের আবেদনে সাড়া দিল মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে দেখা গিয়েছিল এক বাচ্চা ছেলে হাত জোর করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছেন তার মার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ছেলেটির আহবানে সাড়া দেন মুখ্যমন্ত্রী এবং ছেলেটির মার খোজ খবর নেওয়ার জন্য বলেন ও আর্থিকভাবে সহযোগিতা প্রদানের কথা বলেন। তারই পরিপ্রেক্ষিতে বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে ছেলেটির মার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিন সংবাদমাধ্যমকে খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ক্যান্সার হাসপাতালে মেডিক্যাল সুপারের সাথে কথা বলে ছেলেটির মা তথা নাহারা বেগমের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service