জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন পৌরনিগম নির্বাচনে ত্রিপুরার ডেমোক্রেটিক ফ্রন্ট এর পক্ষ ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। আসন্ন পৌরনিগম নির্বাচনে এইবার প্রথম ত্রিপুরার ডেমোক্রেটিক ফ্রন্ট নির্দল প্রার্থী হিসেবে 4 জন মনোনয়ন পত্র জমা দেবেন আজকে তিনজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।তার হলে ওয়ার্ড নম্বর ২১,২৩,৩৪, শ্রেয়স্রী লস্কর, শান্তনু পাল, স্রীঙ্কা চক্রবর্তী। এদিন ত্রিপুরার ডেমোক্রেটিক ফ্রন্ট এর সদস্য তথা বিশিষ্ট আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান পৌরনিগম এলাকার নাগরিকরা সুষ্ঠু পরিষেবা পাচ্ছেন না এবং জলের কর বাড়ানো হয়েছে সেসব বিষয় গুলো ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট নির্বাচনে জয়লাভ হলে পরে জনগণের স্বার্থে বিশেষভাবে দেখবেন বলে জানান। তাছাড়া নির্বাচনে জয় নিয়ে 100% নিশ্চিত বলে জানান ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট এর পক্ষে বিশিষ্ট আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস।
রাজ্য
৩টি আসনে মনোনয়ন পত্র জমা দিল টিডিএফ
- by janatar kalam
- 2021-11-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this