2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ড্রেইন থেকে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানীর পোস্ট অফিস চৌমুহনি সংলগ্ন সিং পাড়া এলাকার রাস্তার পাশের ড্রেইন থেকে উদ্ধার নবজাতক এক শিশুর মৃতদেহ। এইদিন সকালে স্থানীয়রা নবজাতক এক শিশুর মৃতদেহ দেখতে পায় ড্রেনে পরে থাকতে অবস্থায়। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমায় সাধারন মানুষ।খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত লোকজন কিংবা পুলিশ কেউই বলতে পারছেনা কি করে এই নবজাতক শিশুর মৃতদেহ রাস্তার পাশের ড্রেইনে এসেছে। তবে এই এলাকায় রয়েছে বেশ কয়েকটি নার্সিং হোম । পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার পুলিশ কতটা দূর এগিয়ে নিজ ভূমিকা পালন করতে পারে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service