জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- তেলিয়ামুড়ায় গতকাল গভীর রাতে স্ব-দলীয় আক্রমণ । রক্তাক্ত এক ব্যক্তি । থানায় মামলা । দুর্নীতি, হটকারীতা, যেন রাম জামানার ডেইলির রুটিন বলা চলে । এইবার রাস্তার কাজের দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে গ্ৰাম প্রধানের ছেলের হাতে রক্তাক্ত হতে হলো গ্রামের মেম্বারের স্বামীকে, এমনটাই অভিযোগ উঠে আসে আক্রান্ত ব্যাক্তি কর্তৃক । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বটতলি বাজার এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বুধবার গভীর রাত আনুমানিক ১০ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বাজার এলাকায় লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা দাসের ছেলে শুভঙ্কর দাস ওরফে (রাম), তথাকথিত গ্রাম পঞ্চয়েতের ৩ নং ওয়ার্ডের মেম্বার লিপিকা চৌধুরীর স্বামী গৌতম চৌধুরীর উপর অবাধে বর্বরোচিতভাবে আক্রমণ চালায় ও রক্তাক্ত করে বলে অভিযোগ । পরবর্তীকালে সঙ্গে সঙ্গেই উনাকে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পরিবারের লোক জনেরা । আক্রান্ত ব্যক্তি গৌতম বাবুর অভিযোগ সম্প্রতি কিছু দিন পূর্বে মহারানীপুর বর্মন পাড়ার গ্রামীণ এলাকার রাস্তাটি নির্মাণের কাজ হাতে নিয়েছিল তথাকথিত গ্রামের গ্ৰাম প্রধানের ছেলে শুভঙ্কর দাস ওরফে (রাম) । কিন্তু উল্লেখ্য, রাস্তাটির নির্মানের কাজ শুরু হওয়ার পর থেকেই রাস্তাটির সংস্করনে মূলতঃ দুর্নীতির অভিযোগ উঠতে থাকে ওই গ্রাম প্রধান রূপা দাসের ছেলে শুভঙ্কর দাস ওরফে রাম’র বিরুদ্ধে । আর ঠিক সেই মুহূর্তেই যখন একজন সচেতন নাগরিকের ভূমিকায় এগিয়ে এসে গৌতম বাবু গ্ৰাম প্রধানের ছেলের এই চরম দুর্নীতির বিরোধীতা করেন ঠিক তখনই প্রধানের ছেলের হাতে রক্তাক্ত হন উনি । এই গোটা ঘটনার বিষয়ে গতকাল রাতেই, রক্তাক্ত ও আহত গৌতম দাসের পক্ষ থেকে তাঁর পরিবারের লোকজনেরা একটি লিখিত অভিযোগ দায়ের করে তেলিয়ামুড়া থানায় । পরবর্তীতে এই অভিযোগের ভিত্তিতেই তেলিয়ামুড়া থানার পুলিশ উক্ত ঘটনায় ভারতীয় দন্ডবিধির ৩৪১/৩২৫/৩৭৯ ধারায় একটি মামলা রুজু করেছে । যার নম্বর হলো ১২০/২১ । এইবার এটাই মূলতঃ দেখার বিষয় গ্রাম প্রধানের ছেলের রাতের আঁধারে মাফিয়া গিরীর বিরুদ্ধে পুলিশ আদৌও কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ???
রাজ্য
রাস্তার কাজের দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে গ্ৰাম প্রধানের ছেলের হাতে রক্তাক্ত হতে হলো গ্রামের মেম্বারের স্বামীকে
- by janatar kalam
- 2021-09-30
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this