2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বনধের সমর্থনে প্রচার পত্র বিলি সংযুক্ত কিষান মোর্চার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে ২৭ তারিখ তথা আগামীকাল ভারত বনধের সমর্থনে প্রচার পত্র বিলি শুরু করেছে মোর্চার কার্যনিবাহীর সদস্যরা। রাজধানীর আগরতলা শহরের প্রত্যেক দোকানে এই প্রচার পত্র সিপিআইএম নেতা পবিত্র কর সহ মোর্চার অন্যান্য নেতারা সাধারণ মানুষের হাতে তুলে দেয় । এদিন সিপিআইএম নেতা পবিত্র কর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান মানুষ এই বনধের সমর্থনে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছে তিনি মনে করের দেশের এই পরিস্থিতিতে এই বনধ শুধু কৃষক দের নয় সারা দেশের মানুষের বনধ বলে জানান তিনি। তবে এদিনের কর্মসূচিতে সাধারণ মানুষের সারা ছিল ব্যাপক বলে মনে করেন পবিত্র কর ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service