2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিজ এলাকার মানুষের জীবনের স্বপ্ন পুরনে এগিয়ে এলেন সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-মানুষের স্বপ্নকে বাস্তব রূপ দিতে আজ জিরানিয়ার অগ্নিবীণা হল ঘরে আয়োজিত “প্রধানমন্ত্রী আবাস যোজনার” মাধ্যমে ১৬৮ টি পরিবারের সুবিধাভোগীদের মধ্যে ঘর তেরীর জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য সংক্রান্ত ওয়ার্ক অর্ডার বন্টন করা হয় আজ ।যেসকল বাড়িগুলিতে সৌভাগ্য যোজনার বিদ্যুৎ সংযোগ থাকবে,জল জীবন মিশন প্রকল্পের জলের কল থাকবে, সেই নলের মাধ্যমে পানীয় জল আসবে, বাড়িতে স্বতন্ত্র শৌচালয় থাকবে, যাতে বাড়ির সবার মনে হয় যে, জীবন এখন বেঁচে থাকার যোগ্য হয়ে উঠেছে। দরিদ্র থেকে দরিদ্র মানুষ শুধু বিশ্রাম নেওয়ার জায়গা পাবেন না, মান-সম্মান এবং পারিবারিক গরিমা বৃদ্ধির সুযোগও পাবেন। সকলের জন্য নিজস্ব বাড়ি – এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন এবং এর বাস্তবায়ন সরকার এবং সকলের সংকল্প। জিরানিয়া নগর পঞ্চায়েতের ১১ নম্বর ওয়ার্ডের বিকাশ সাহা সহ আরও অনেকেই এখন থেকে নতুন পাকা বাড়িতে থাকবেন বলে জানন মন্ত্রী সুশান্ত চৌধুরী । এছাড়াও আজকের অনুষ্ঠানে ১৩ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসার মাধ্যমে স্বনির্ভর হওয়ার জন্য এক লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় দু’লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান সহ অনেকের মধ্যে ত্রি-চক্রযান ও ই-রিক্সা প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, তাছাড়া এদিনের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্তিতি ছিল লক্ষনীয় ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service