জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- “ত্রিপুরা থেকে দিল্লী” রাজ্যে যাতায়াতের প্রধান একটি সড়ক মাধ্যম হলো ৮ নং তথা “আসাম-আগরতলা” জাতীয় সড়ক । তৎকালীন বাম আমল থেকে দীর্ঘদিন ধরেই এই “আসাম-আগরতলা” জাতীয় সড়কটি বেহাল ও দৈন্যদশায় পরিপূর্ণ হয়ে রয়েছিল । কিন্তু বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় বসেই এই ৮ নং “আসাম-আগরতলা” জাতীয় সড়কটি দিবা-রাত্রি পুরোদমে সংস্করন ও “টু” লাইন উন্নীতকরণের কাজে হাত লাগিয়েছে “NSC” অর্থাৎ “নিতীন সাই কনস্ট্রাকশন” । আর এই ৮ নং জাতীয় সড়কটির কাজ “টু” লাইন জাতীয় সড়ক তৈরি করার লক্ষ্যেই বরাবরের মতোই এগিয়ে চলছে কাজ । কিন্তু বর্তমানে এই জাতীয় সড়কটির সংস্করণ ও উন্নীতকরণের রাস্তা তৈরীর লক্ষ্যে দিবারাত্রি কার্যকলাপের দরুন মুঙ্গিয়াকামী ব্লকের অধীন আঠারমুড়া পাহাড়ের তুইকর্মা “ADC” ভিলেজের স্থানীয় গিরীবাসীদের জাতীয় সড়কের পাশে থাকা রাস্তার পাড় ভেঙে কৃষিজমি ও জুম চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে পাশাপাশি অনেক গিরীবাসীর বসতঘর ভেঙে ফেলার জন্য বলা হয়েছে “NSC” কোম্পানির তরফ থেকে— এমনটাই গিরীবাসীদের অভিযোগ । যার ফলে তুইকর্মা “ADC” ভিলেজের স্থানীয় গিরীবাসীরা আজ এক প্রকার দিশেহারা হয়ে পড়েছে বসতঘর ও কৃষিজমি রক্ষা করতে । যার ফলে আজ তুইকর্মা “ADC” ভিলেজের গিরিবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বর্তমান রাজ্য সরকার ও “NSC” কোম্পানির কাজের উপরে একরাশ অভিযোগ তুললেন । পাশাপাশি কৃষি জমি ক্ষতিগ্রস্ত গিরীবাসীরা এও বললেন— আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আসাম আগরতলা জাতীয় সড়ক উন্নীতকরণের ফলে মুঙ্গিয়াকামী ব্লকের অধীন তুইকর্মা “ADC” এলাকার গিরীবাসীদের ক্ষতিগ্রস্ত কৃষি জমির ক্ষয়ক্ষতির সার্বিক পূরণ না হয় তাহলে আগামী সোমবার সকাল ১০ টা থেকে অ-নির্দিষ্টকালের জন্য মুঙ্গিয়াকামী ব্লকের অধীন আঠারমুড়া পাহাড়ের ৩৯ মাইল এলাকায় “আসাম-আগরতলা” জাতীয় সড়ক অবরোধ করে বসবে তুইকর্মা এলাকার স্থানীয় গিরীবাসীরা ।
রাজ্য
রাস্তা সারাইয়ের কাজের ফলে সমস্যার সম্মুখীন গিরীবাসীরা , ক্ষয়ক্ষতির সার্বিক পূরণ নাহলে অ-নির্দিষ্টকালের জন্য “আসাম-আগরতলা” জাতীয় সড়ক অবরোধে স্থানীয় গিরীবাসীরা
- by janatar kalam
- 2021-09-11
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this