2025-02-05
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

১০ দফা দাবি সমূহ নিয়ে আগরতলা শহরের রাজপথে মিছিল সিপিআই এম এল এর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ফ্যাসিস্ট বিজেপি সরকারের প্রতারণা ব্যর্থতা ও ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে 10 দফা দাবিতে আমজনতার চার্জশিট রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক ও জনবিরোধী তিনটি কাল কৃষি আইন শ্রমো কোড আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ও বিপর্যয় সৃষ্টিকারী এমএনপি প্রকল্পের বিরুদ্ধে সাতাশে সেপ্টেম্বর ভারত বনধ পালন করার ডাক দিল সি পি আই এম এল। বুধবার আগরতলার প্যারাডাইস চৌমনী তে অখিল ভারত কিষান সভা ও অখিল ভারত ক্ষেতমজুর ও সিপিআই এম এল এর পক্ষ থেকে 10 দফা দাবি সমূহ নিয়ে আগরতলা শহরের রাজপথে মিছিল বের করা হয়। দেশের মোদি সরকার ও রাজ্যের বিজেপি সরকার যেভাবে রাজ্য শাসন করে চলছেন তাতে করে জনগণের অসহনীয় অবস্থায় পরিণত করেছেন। অতিমার ২ওমোদি 2 এর ফলে দেশে বিপর্যয় নেমে এসেছে। নোট বন্দি, জিএসটি, এর মূল্যবৃদ্ধি ও আর্থিক মন্দা, স্বাস্থ্যনীতি অক্সিজেনের অভাবে মৃত্যুর মিছিল যা গণহত্যা হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। কোটি কোটি শ্রমিক ছাঁটাই বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বিপুল কর্মহীনতা। স্বাধীনতার পরে সবচেয়ে বেশি বেকারত্ব বৃদ্ধি এবং অভূতপূর্ব মূল্যবৃদ্ধির সরকার জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে কিন্তু সরকার কোন দায়িত্ব নিতে চাইছে না অতিমারির সুযোগ নিয়ে দেশের সমস্ত সরকারি লাভজনক কোম্পানি ও বীমা ব্যাংক, রেল, জল, জমি জঙ্গলের জাতীয় সম্পদ মোদি সরকার কর্পোরেট হাতে নির্বিচারে বিক্রি করে দিচ্ছে বলে জানা সি পি আই এম এল এর নেতা বাইট কাই 10 দফা দাবি ও কাল কৃষি আইন বাতিলের দাবিতে আগামী 27 শে সেপ্টেম্বর সারা ভারত বনধের ডাক দিলেন বামপন্থী দলগুলো।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service