2025-03-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

চুরি যাওয়া বাইসাইকেল সহ কুখ্যাত চোর কে জালে তুললো পূর্ব থানার পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধার করতে সক্ষম হলো পূর্ব থানার পুলিশ, জানা যায় কিছু দিন পূর্বে শিবনগর এলাকার রাজিব সেন নামক এক ভদ্রলোকের বাই সাইকেল চুরি হয়েছিল। তারপর উনি আগরতলা পূর্ব থানায় একটি লিখিত কমপ্লেইন করেন। সেই কমপ্লেইন অনুসারে পূর্ব থানার পুলিশ তদন্ত শুরু করেন এবং এক কুখ্যাত চোর সুজিত সাহা নামক এক যুবককে আটক করতে সক্ষম হয় এবং সেই চুরের কাছে একটি নয় প্রায় ৬টি গিয়ারওলা বাইসাইকেল উদ্ধার করে পূর্ব থানার পুলিশ। এদিন পূর্ব থানার পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমের মুখোমুখি হলে উদ্ধারকৃত বাইসাইকেলগুলির বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা হবে বলে জানান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service