জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সাথে সাক্ষাৎ করেন। করুণা মহামারীর কারণে রাজ্যের ছাত্রছাত্রীরা খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার ফলে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তর এর পক্ষ থেকে কিন্তু মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা অর্ধেক হয়েছে তারপরে এখন রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে ছাত্র-ছাত্রীদেরকে অফলাইনে পরীক্ষার বসতে হবে এরকম বিজ্ঞপ্তি জারি করাতেই ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন দেখা দেয়। বিগত অনেক মাস যাবত ধরে করোনা পরিস্থিতির কারণে ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে পড়াশোনা করতে পারেনি এবং শিক্ষা দপ্তর থেকে তাদেরকে অনলাইনে পরীক্ষার ঘোষণা করল এখন অফলাইনে পরীক্ষার কথা বলাতে তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিকট তারা তাদের দাবি জানান এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানান। বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের দাবিসমূহ যদি মানে না হয় তাহলে তার আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান।
রাজ্য
বিভিন্ন দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সাথে সাক্ষাৎ করেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা
- by janatar kalam
- 2021-09-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this