2025-03-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পারিবারীক নির্যাতিতার শিকার গৃহবধূ, থানায় মামলা, গ্রেপ্তার গুণধর স্বামী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আবারো রাজধানীতে গৃহবধূ নির্যাতনের ঘটনা সামনে এল। জানা যায় শিবানী সরকার পাল, বাড়ি চান্দিনামুড়া এলাকায় স্বামী সুকান্ত পাল পেশায় অটোচালক। বিয়ে আট বছর হয়েছে। বিয়ের কয়েক মাস বেশ ভালই চলছিল সংসার। তারপর কয়েক মাস যেতে না যেতেই গৃহবধূর ওপর শুরু হয় স্বামীসহ শাশুড়ির শারীরিক এবং মানসিক অত্যাচার। অত্যাচারের মাত্রা এতোটুকুই বেড়ে যায় যে ওই গৃহবধূকে তার গুণধর স্বামী বিষ খেতে বাধ্য করে, কেননা সে যদি বিষ পান না করে তাহলে তাদের একমাত্র পাঁচ বছরের সন্তানকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় স্বামী। শেষ পর্যন্ত নিজের সন্তানের কথা চিন্তা করে বিষ খায় ওই গৃহবধূ, কিন্তু ভগবানের অশেষ কৃপায় প্রাণে বেঁচে যান তিনি। তারপর এই ঘটনা জানাজানির পর পরিবারের আত্মীয়-স্বজন কিংবা এলাকাবাসী দুজনকে অনেকবার মেলাবার চেষ্টা করে। কিন্তু কিছুদিন ভালো থাকার পর আবার শুরু হয় গৃহবধূর উপর অত্যাচার। তাই আজ বাধ্য হয়ে ওই গৃহবধূ আগরতলা পশ্চিম মহিলা থানায় আসেন স্বামীর বিরুদ্ধে এফ আই আর করতে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় নির্যাতিত গৃহবধূ তার যে অবস্থা হয়েছে এমন অবস্থা যেন অন্য কোন মেয়ের না হয় তার আবেদন রাখেন এবং তিনি যেন সুষ্ঠু বিচার পান সেটার ও আবেদন জানান তিনি। এদিন গৃহবধূর মামলা করার পর পশ্চিম মহিলা থানার পুলিশ স্বামীকে গ্রেফতার করে নিয়ে আসে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service