জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শহীদ অজিত রায় চৌধুরীর শহীদান দিবস উপলক্ষ্যে আজ ৩০ আগস্ট ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন শ্রী সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তদানের মতো কর্মসূচির মধ্য দিয়েই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সম্ভব এবং ওনার যে আত্মবলিদান তা থেকে এটাই শিক্ষা নেওয়া যায় যে এখন তো ফ্যাসিস্টসুলভ সন্ত্রাস চলছে তৎকালীন সময়ে আধা ফ্যাসিস্টসুলভ সন্ত্রাস চলাকালীন সময়ে সাধারণ মানুষদের তা থেকে মুক্তি দেবার জন্য মানুষকে সংগঠিত করছিলেন লড়াই আন্দোলন চালাবার জন্য , আজ তিনি নেই কিন্তু ওনার দেখানো পথকে অনুসরণ করে ছাত্র যুবরা লড়াই সংগ্রাম চালাচ্ছে তার পাশাপাশি এরা একটি স্লোগান তুলেছে যে আমার কাজ কোথায় ? এই স্লোগান তোলা নিয়ে শ্রী সরকার বর্তমান রাজ্য সরকার চাকরি নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণ না করায় যুবদের এ ধরণের আন্দোলন অত্যন্ত উপযুক্ত বলে অভিমত ব্যাক্ত করেন। এদিন রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল লক্ষণীয়।
রাজ্য
শহীদ অজিত রায় চৌধুরীর দেখানো পথকে অনুসরণ করে ছাত্র যুবরা লড়াই সংগ্রাম চালাচ্ছে – মানিক সরকার
- by janatar kalam
- 2021-08-30
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this