জনতার কলম ত্রিপুরা,আগরতলা প্রতিনিধি :-স্বাধীনতার 75 বর্ষ উপলক্ষে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ফিল্ড আউট্ রিচ বিউরো আগরতলার উদ্যোগে অনুষ্ঠিত হয় আজাদি কা অমৃত মহোৎসব,…… সদর মহকুমার নরসিংগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অভিনাশ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শান্তনু দত্ত মজুমদার ,এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ফিল্ড আউট্ রিচ বিউরো আগরতলার ফিল্ড পাবলিসিটি অফিসার এইচ কে চেং,…. অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান, এছাড়াও আয়োজন করা হয়েছে মুক্ত ক্যুইজ প্রতিযোগিতা ও আলোচনা চক্র,…. প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ,…… সর্বশেষ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা,….. শোভাযাত্রাটি নরসিংগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে বের হয়ে এয়ারপোর্ট রোড হয়ে বিভিন্ন এলাকা ঘুরে ফের বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়,….. প্রায় দেড়শতাধিক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল এদিনের অনুষ্ঠান,……
রাজ্য
আগরতলায় পালিত হলো অমৃত কা মহোৎসব
- by janatar kalam
- 2021-08-28
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this