2025-03-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা করানোর দাবিতে রামঠাকুর কলেজের অধ্যাপক এর নিকট ডেপুটেশন প্রদান করেন কলেজের ছাত্র-ছাত্রীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামঠাকুর মহাবিদ্যালয় এর ষষ্ঠ সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা পূর্বনির্ধারিত পরীক্ষার রুটিন হিসাবে আগামী 6 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে পরীক্ষা কয়দিন আগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত পরীক্ষা পিছিয়ে দিয়েছে তাতে করে ছাত্রছাত্রীরা বিপাকে পড়ে গিয়েছে। ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা অনলাইনে সমস্ত রকমের প্রক্রিয়ায় সেরে ফেলেছেন তারমধ্যে পরীক্ষার ফ্রী এবং ফর্ম ফিলাপ করে ফেলেছেন তাছাড়া বাইরে মাস্টার ডিগ্রী কিংবা বিএড করার জন্য ভর্তির শেষ তারিখ চলে যাচ্ছে ছাত্র-ছাত্রীদের ডিগ্রী শেষ হবার কোন লক্ষণ দেখা যাচ্ছে না তাই ছাত্রছাত্রীরা দাবি রাখছেন পূর্বনির্ধারিত অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা যাতে করানো হয়। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাম ঠাকুর মহা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় অধ্যাপক এর নিকট ডেপুটেশন প্রদান করেন এই দিনটি প্রোটেকশন প্রদানকালে ছাত্র-ছাত্রীরা সংবাদমাধ্যমকে জানান বাইট পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরীক্ষা করে কিনা সে দিকে তাকিয়ে আছে ছাত্র-ছাত্রীরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service