2025-03-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

30 শে অগাস্ট অনুষ্ঠিত হবে রাজধানীর রামনগর ৪ এলাকার শ্রী শ্রী রাম ঠাকুর সেবামন্দিরের প্রতিষ্ঠা দিবস ও শুভ জন্মাষ্টমী উৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- “জয় রাম জয় গোবিন্দ।”
আগামী 30 শে অগাস্ট রোজ সোমবার রাজধানীর রামনগর ৪ এর শেষ প্রান্তে অবস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবামন্দিরের ( দীনদয়াল আশ্রম বাড়ি‌) প্রতিষ্ঠাতা দিবস ও শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে। দীন দয়াল আশ্রম শ্রী শ্রী কৈবল্যনাথ এর কৃপা ও আশীর্বাদে প্রশাসনের নির্দেশ মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সেবা মন্দির এর কমিটি ও এলাকার ভক্তবৃন্দের পক্ষ থেকে আপনাদের এই উৎসবে উপস্থিতি ও প্রসাদ গ্রহন করার জন্য একান্তভাবে কামনা করি।
!!জয় রাম !!

সম্পাদক
(আশীষ পাল)

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service