জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্য এন এস ইউ আই এর সহ-সভাপতি সম্রাট রায় এর উপর প্রাণঘাতী আক্রমণের ঘটনায় সরব হয়েছেন এনএসইউ আই। বুধবার আগরতলার সদর পুলিশ দপ্তর এর মুখ্য কার্যালয়ে এনএসইউ আই এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় পুলিশের মহানির্দেশক এর কাছে। বিগত কিছুদিন আগে এন এস ইউআই এর ছাত্র নেতা সম্রাট রায়ের উপর কতিপয় বাইক বাহিনী প্রাণঘাতী আক্রমণ করে এমনকি তার পরিবারের উপর আক্রমণের ঘটনা সংঘটিত করেছে বলে জানান এনএসইউ আইয়ের ছাএনেতা ইউসুফ আলি। ছাত্রনেতা সম্রাট রায় বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই ছাত্র নেতা সম্রাট রায়ের উপর যে সমস্ত দুষ্কৃতীরা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে পুলিশ যেন সঠিক ব্যবস্থা গ্রহণ করে আসামিদের গ্রেপ্তার করেন তাড় দাবি রাখেন পুলিশের মহানির্দেশক এর কাছে।বুধবার ডেপুটেশন সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনএসইউ আইয়ের ছাত্রনেতা ইউসুফ আলী সংবাদমাধ্যমকে জানান বাইট সম্রাট রায়ের উপর যে সমস্ত দুষ্কৃতীরা আক্রমণ করেছেন পুলিশ যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।
রাজ্য
এন এস ইউ আই এর সহ-সভাপতি সম্রাট রায় এর উপর প্রাণঘাতী আক্রমণের ঘটনায় সরব হয়েছেন এনএসইউ আই
- by janatar kalam
- 2021-08-25
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this