জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ৬ সেপ্টেম্বর থেকে ডিগ্রী, ডিপ্লোমার যথাক্রমে ষষ্ঠ, অষ্টম এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নির্ধারিত হয়েছিল। ২৩ আগস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য নোটিস ঘোষণা করেছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। পরীক্ষা বাতিলের কারণ হিসেবে বলা হয়, যেহেতু ২৫ আগস্ট থেকে রাজ্য সরকার কর্তৃক সব কলেজ খুলে ক্লাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই অনলাইনে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ছাত্ররা অনলাইনে পরীক্ষা দেবার জন্য পরীক্ষা ফি এবং যাবতীয় পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। এখন পরীক্ষা স্থগিত করার ফলে বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা। আচমকা নির্ধারিত পরীক্ষা বাতিল করে বিপাকে ফেলে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, মাস্টার ডিগ্রী প্রবেশিকা পরীক্ষা, বি.এড পরীক্ষার ভর্তির সময় চলে যাচ্ছে। ফলে ডিগ্রীর বার্ষিক সেমিস্টারের ছাত্রছাত্রীরা ভর্তি থেকে বঞ্চিত হবে বলে সাংবাদিক সম্মেলন করে অভিমত ব্যক্ত করা হচ্ছে। তাই ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নিতে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের এন এস ইউ আই নেতা শিবম সাহা সাংবাদিক সম্মেলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
রাজ্য
পরীক্ষা স্থগিত করার ফলে বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা- এন এস ইউ আই
- by janatar kalam
- 2021-08-25
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this