2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জন ঔষধি দিবসে নতুন দিশা দেখানোর আশ্বাস দিলেন সাংসদ প্রতিমা ভৌমিক

জন ঔষধি দিবস উপলক্ষে রাজধানীর আই জি এম হাসপাতালে ত্রিপুরা মার্কফেডের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক , মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত ও অন্যান্য কার্য্যকর্তারা । এদিন সাংসদ উত্তর পূর্বাঞ্চলে জন ঔষুধির যে গুদাম রয়েছে তার সংখ্যা বাড়ানোর আর্জি রাখেন। পাশাপাশি গরিব মানুষের স্বাস্থ সুবিধার স্বার্থে ও রাজ্যের ছেলে মেয়েদের রোজগারের পথ যেন আরো প্রশস্ত হয় তার জন্য উত্তর পূর্বাঞ্চলে জন ঔষুধির গুদাম বাড়ানোর আশ্বাস দেন তিনি ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service