2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জেলে ভরো আন্দোলনে রাজধানীর পথ কাঁপালো ভারতের গণতান্ত্রিক নারী সমিতি

শুক্রবার ভারতের গণতান্ত্রিক নারী সমিতি জেলে ভরো আন্দোলনে মিছিল করে রাজধানীর পথ কাঁপালো। মিছিলটি রাজধানীর সি আই টি ইউ সদর কার্যালয়ের সামনে থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর অফিস লেনস্থিত বীরেন্দ্র ক্লাব সংলঙ্গ এলাকায় জমায়েত হয়ে আন্দোলন করে। পরে রাজ্যের পুলিশ তাদের সেখান থেকে এরেস্ট করে নিয়ে উমাকান্ত স্টেডিয়ামে নিয়ে বসায় । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারী নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য, নারী নেত্রী রমা কর দাস , প্রাক্তন সংসদ শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ সংগঠনের অন্যান্য নেত্রীসহ কর্মীরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service