2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যের ছাত্র আন্দোলনের ঐতিহাসিক দিন আজ – সম্রাট রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যের ছাত্র আন্দোলনের ঐতিহাসিক দিন মঙ্গলবার বক্তা এন এস ইউ আই এর সহ সভাপতি সম্রাট রায়। 2021 সালের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা হয়নি করোনা ভাইরাস সংক্রমণ এর জন্য। রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে এবং তাদের পড়াশুনা যাতে কোনরকম ত্রুটি না থাকে তাই উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক সমস্ত ছাত্র-ছাত্রীদের কে পাস করিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিলেন। কিন্তু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ফলাফল ঘোষণার পরে দেখা গেল অনেকাংশ ছাত্র-ছাত্রী অনুত্তীর্ণ হয়েছেন। রাজ্যের ছাত্র-ছাত্রীদের এরকম অবস্থা দেখে মাঠে নামলেন এন এস ইউ আই এর সহ-সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে ছাত্ররা আন্দোলন শিক্ষামন্ত্রী বাড়ির সামনে থেকে শুরু করে সারা রাজ্যব্যাপী এ আন্দোলন ছড়িয়ে পড়ে। ছাত্র আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্রছাত্রী রক্তাক্ত হয়েছেন আহত হয়েছেন এনএসইউ আই এর সহ-সভাপতি সম্রাট রায় ও কিন্তু তারপরও ছাত্র-ছাত্রীদের কে পাস করানোর দাবি নিয়ে প্রতিনিয়ত আন্দোলন জারি রেখেছিলেন। এই আন্দোলনের ফলস্বরূপ মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সংবাদমাধ্যমকে জানান সকল ছাত্র-ছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এন এস ইউ আই এর পক্ষ থেকে আগরতলার কংগ্রেস ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এন এস আই এর সহ-সভাপতি তথা ছাত্রনেতা সম্রাট রায় সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে ছাত্রনেতা সম্রাট রায় জানান ছাত্র-ছাত্রীদের স্বার্থে যে আন্দোলন সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল সে আন্দোলনের ফলাফল ভালো হয়েছে তার জন্য তিনি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ রাজ্য কংগ্রেস দলে শাখা সংগঠনগুলোকে অভিনন্দন জানান। এবং এই আন্দোলনের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা যেভাবে সাহায্য করেছেন তাদের কেউ ধন্যবাদ জানান। তার সাথে সাথে তিনি বলেন রাজ্যের অনেক রাজনৈতিক দল ছিল কিন্তু ছাত্র-ছাত্রীদের স্বার্থে আন্দোলনে নামেননি একমাত্র প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে এন এসইউ আই এর পক্ষ থেকে এ আন্দোলন করা হয়েছে এবং আন্দোলনে বিশেষভাবে সহযোগিতা করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরাজিত সিনহা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service