জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং বিধায়ক সুশান্ত চৌধুরী। এদিন বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল থেকে নিজেদের সর্বভারতীয় স্তরে উন্নীত করতে যে ৬ শতাংশ ভোটের দরকার তা পূরণ করার লক্ষে রাজ্যে এসেছিলেন এবং রাজ্যের মানুষকে আবেগপ্রবণ করেছেন। তাছাড়া তিনি আরো বলেন এটা কিভাবে সম্ভব রাজ্যে যে জায়গায় তৃণমূল কংগ্রেস সংগঠনের কোন অস্তিত্ব নেই সেখানে ২০২৩ বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করার কথা বলেছে , দিবাস্বপ্ন দেখার মত প্রলাপ করছেন তৃণমূল বলে মন্তব্য করেন। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন তিনি এখন দিল্লিতে সরকার গঠন করার পরিকল্পনা করছেন , কেননা কংগ্রেস , সিপিএম তো রয়েছেই সাথে আলাপ চালিয়ে যাচ্ছেন তেজস্বী যাদব ও অখিলেষদের সঙ্গে বলে। এককথায় ত্রিপুরায় তৃণমূলকে এক ইঞ্চি জমিও দেওয়া হবেনা বলে স্পষ্ট জানিয়ে দেন।
রাজ্য
৬ শতাংশ ভোট পূরণের লক্ষে রাজ্যে এসেছিলেন তৃণমূল সুশান্ত
- by janatar kalam
- 2021-08-09
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this