2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অল ইন্ডিয়া আনএমপ্লয়ি ইউৎ স্ট্রাগল কমিটি দুই দফা দাবিতে সারা ভারতব্যাপী দাবি দিবস পালন করা হয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে বেকারত্ব দেশের যুবকদের নিকট সবচেয়ে বড় সমস্যা। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে 2 কোটি বেকার কে চাকরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সরকার চাকরি প্রদানের পরিবর্তে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের সমস্ত খালি পদে নিয়োগ বন্ধ করে রেখেছে। রেল সহ বিভিন্ন সরকারি দপ্তর বেসরকারিকরণের ফলে লক্ষ লক্ষ কর্মী কাজ হারিয়েছে। গত তিন বছরে প্রায় 5 লক্ষ সহকারী পদের অবলুপ্তি ঘটেছে। পরিসংখ্যান অনুযায়ী গত 45 বছরে দেশে বর্তমানে সর্বোচ্চ বেকারত্ব দেখা দিয়েছে 2020 সালে করুণা অতি মারির কারণে 13 কোটি মানুষ কাজ হারিয়েছে। এমত অবস্থায় প্রায় প্রতিদিন বেকার যুবকের আত্মহত্যা খবর পাওয়া যাচ্ছে। ভারতের পৃথিবীর সবচেয়ে বেশি যুবশক্তি যাদের কর্মশক্তির দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে কিন্তু সরকারের এ দিকে কোন দৃষ্টি নেই। বরং যারা এই পরিস্থিতিতেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছে তাদের নিয়োগ করা হচ্ছে না। এহেন পরিস্থিতিতে অল ইন্ডিয়া আনএমপ্লয়ি ইউৎ স্ট্রাগল কমিটি দুই দফা দাবিতে সারা ভারত বেপি দাবি দিবস পালনের সিদ্ধান্ত করেন সাথে সাথে এই দাবিগুলি নিয়ে প্রতিটি রাজ্য থেকে এই সংগঠন প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের ত্রিপুরা এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার কর্নেল চৌমুনী সন্নিকটে রাস্তার পাশে স্বাস্থ্যবিধি মেনে দাবিগুলো নিয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের আহ্বায়ক ভবতোষ দে দাবি গুলো দ্রুত বাস্তবায়নের দাবি রাখেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service