2025-03-09
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পুলিশতো কোন দলের নয়, পুলিশের দায়িত্ব পালন কেন পুলিশ করছে না- গৌতম দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ -এর কর্মী-সমর্থকরা কর্মসংস্থানের দাবিতে মিছিল সংঘটিত করার কথা ছিল। আর সেই মিছিলে কমলপুরের প্রবীণ সিপিআইএম নেতা রঞ্জিত ঘোষ যুবকদের উৎসাহ দিতে যাচ্ছিলেন। রঞ্জিত ঘোষ এবং তার সাথে থাকা কয়েকজন কর্মী সমর্থক কমলপুর সিপিআইএম -এর পার্টি অফিসের সামনে যাওয়া মাত্রই শাসক দলের দুস্কৃতিকারীরা হামলা চালায়। ৭৫ ঊর্ধ্বে রঞ্জিত ঘোষকে বেধড়ক মারধর করে তাঁর বুক এবং নাকের হাড় ভেঙে ফেলে শাসক দলের দুর্বৃত্তরা। সমগ্র ঘটনাটি পুলিশের সামনে ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কোন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেন নি। রবিবার দুপুরে মেলার মাঠ দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। তিনি বলেন, সেদিনের পরও থেমে থাকে নি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ কান্তি দেবের নেতৃত্বের দুষ্কৃতিকারীরা। শনিবার রাতে কমলপুর মানিক ভান্ডার সিপিআইএমের দলীয় কার্যালয়টি মধ্যে রাত দশটা নাগাদ মন্ত্রী মনোজ কান্তি দেবের নেতৃত্বে আগুন লাগিয়ে দেয়। সবগুলি ঘটনা পুলিশের সামনে মন্ত্রীর নেতৃত্বে হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। এ বিষয়ে রাজ্য পুলিশের আই জি পি এবং ডি আই জি পি -কে জানালেও কোন লাভ হয়নি। সুতরাং পুলিশতো কোন দলের নয়। পুলিশের দায়িত্ব পালন কেন পুলিশ করছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service