2025-03-09
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আমি মন্ত্রী হতে চায় না আমার গ্রেটার তিপ্রাল্যান্ড চাই – প্রদ্যুৎ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার রাজধানী আগরতলার রাজ অন্দরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় টি এস এফ ও তিপ্রামথা দলের পক্ষ থেকে। এই দিন সাংবাদিক সম্মেলনে উপস্তিত ছিলেন এিপ্রামথার চেয়ারম্যান মহারাজা প্রদ্যোত কিশোর দেববমা ও টি এস এফ এর নেতৃত্ব রা। সাংবাদিক সম্মেলনে টি এস এফ এ যোগদান করেন এবং রাজ্যে তৃনমুল কংগ্রেস এর উপর অক্রমনের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিপ্রামথার চেয়ারম্যান মহারাজা প্রদ্যোত কিশোর দেব্বর্মা বলেন। তিপ্রা মথা দল কোন সময়ই চায় না জাতি উপজাতির মধ্যে বিভেদ। তিপ্রামথা দল রাজ্যের সব নিবাচনে লড়াই করবে তার সাথে সাথে তিনি আরও বলেন তিপ্রামথার চেয়ারম্যান মহারাজা প্রদ্যোত কিশোর দেববমা নিজে মুখ্যমন্ত্রী বা অন্য কোন মন্ত্রী হতে চান না তিপ্রামথা দলের কোন নেতা বা কর্মী পদের জন্য রাজনীতি করছেন না বলে জানান।তিপ্রামথা চায় গ্রেটার তিপ্রা ল্যান্ড,তিনি আরো বলেন এডিসিতে যে সব খুনের ঘটনা হয়েছে তার কোন সুরহা করেনি বলে জানান তার সাথে সাথে রাজনৈতিক করন করতে গিয়ে জাতি উপজাতির মধ্যে ঐক্য কে বিনষ্ট করার জন্য আমরা বাঙালি দলসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাখেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service