জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা রাজ্যে আক্রান্ত তৃণমূল কংগ্রেস দলের একাধিক নেতৃবৃন্দ পাশাপাশি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এই অভিযোগ তাদের। দলীয় কর্মী সমর্থকদের খোঁজ নিতে রোববার(৮ আগস্ট) আগরতলায় এলেন তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন স্থানীয় সময় বেলা ১১টা ১৫মিনিট নাগাদ আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদগার করে বলেন- ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে ভাব দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে এখানে আসতে হলে ভিসা নিয়ে আসতে হবে। তিনি আরো বলেন এ রাজ্যের ক্ষমতাসীন নেতারা মুখে গণতন্ত্রের বুলি আওড়ালেও বাস্তবে তারা কি করছেন রাজ্যবাসী তা দেখছেন। বিরোধীদের রাস্তায় নামার অধিকার নেই, কথা বলার অধিকার নেই, কোন কর্মসূচি করার অধিকার নেই এখানে। এমনকি বহি রাজ্য থেকে ত্রিপুরায় এলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে। হুমকি এবং ধমকি দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করে রাখতে চাইছে এরা। রাজ্যটি এখন সমাজবিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। যারা আক্রমণ করল তাদেরকে আটক না করে যারা আক্রান্ত তাদেরকে হেনস্থা করা হচ্ছে। যারা তাদেরকে চ্যালেঞ্জ করছে এই সকল মানুষদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে এখানে। সেই সঙ্গে তিনি সরকারকে চ্যালেঞ্জ করে বলেন যত ক্ষমতা থাকে তাদেরকে আটকে দেখাক। শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে এদের বিরুদ্ধে লড়াই করা হবে এবং তৃণমূল কংগ্রেস একবিন্দু জমিও ছাড়বেনা ত্রিপুরা রাজ্যে বলে জানিয়ে দেন।
রাজ্য
রাজ্য রাজনীতিতে দলের ভিত মজবুত করতে রাজ্যে এলেন অভিষেক ব্যানার্জি
- by janatar kalam
- 2021-08-08
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this