জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গত 2 তারিখ রাজ্যে এসেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং উনার এই আগমনকে ঘিরে শাসক দলের ক্যাডাররা যে উৎশৃঙ্খলতা সৃষ্টি করেছিল, তার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্নেল চোমুনি এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় এবং পরে রাজধানী পশ্চিম থানার সামনে ধর্নায় বসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কুনাল ঘোষ। এদিন তিনি ক্যামেরার সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, যে আক্রমণ হয়েছে তার প্রতিবাদে আমরা বলতে চাই আর মাত্র দেড় বছর, মমতা ব্যানার্জির নেতৃত্বে ত্রিপুরার মাটিতে মা মাটি মানুষের সরকার তথা তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে এবং যে পুলিশ প্রশাসন উচ্চপদস্থ আধিকারিক এর আদেশক্রমে নিজ দায়িত্ব পালন করছেন তাদের প্রতি বার্তা দিতে গিয়ে বলেন তাদের যে ন্যার্জ পাওনা সেটাকি তারা পেয়েছে ? আর যদি না পেয়ে থাকেন তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন সংগঠিত করছে তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তাছাড়া তিনি এদিন আরো বলেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরস্ত্র ছেলেমেয়েরা আন্দোলনে অংশগ্রহণ করছেন তাদের গতিপথ পুলিশ রোখার চেষ্টা করছেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
আর মাত্র দেড় বছর সরকার পরিবর্তন হচ্ছে – কুনাল ঘোষ
- by janatar kalam
- 2021-08-05
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this