জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধিঃ- তেলিয়ামুড়া প্রতিনিধি :- রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বরাবরের মতোই বলে চলেছেন “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার স্লোগান । আর মুখ্যমন্ত্রী এই স্লোগানকে কালিমালিপ্ত করতে তেলিয়ামুড়ার একাংশ যুবক যেন বরাবরের মতোই মরিয়া হয়ে উঠেছে । “নেশার আঁতুড়ঘর” তেলিয়ামুড়ায় নেশার রমরমা বাণিজ্য কোনভাবেই যেন রোখা যাচ্ছে না । যদিও তেলিয়ামুড়ার সচেতন মানুষ থেকে শুরু করে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা “নেশামুক্ত তেলিয়ামুড়া” গড়ে তুলতে সর্বদাই ২৪ ঘন্টা রয়েছে সজাগ । উল্লেখ্য, ফের একবার আজ সোমবার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় বিপুল পরিমাণ ড্রাগস সহ স্থানীয় জনগণের হাতে আটক হয় নেশা-কারবারির সঙ্গে উতপ্রোতভাবে জড়িত গোটা একটি পরিবার । পরবর্তীতে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজন মহিলা নেশা কারবারিকে আটক করে থানায় নিয়ে আসে । ঘটনার বিবরণে জানা যায়, আজ সোমবার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার বাসিন্দা স্থানীয় মিঠুন দেবনাথ দীর্ঘদিন ধরে অবৈধ ড্রাগস ব্যাবসার সাথে উতপ্রোত ভাবে জড়িত ছিল । সেই গোপন খবরের ভিত্তিতেই চাকমাঘাটের স্থানীয় জনতা আজ সোমবার মিঠুন দেবনাথের বাড়িতে দফায় দফায় তল্লাশি চালায় । চাকমাঘাট স্থানীয় এলাকাবাসী কর্তৃক মিঠুন দেবনাথের বাড়িতে দফায় দফায় তল্লাশি চালিয়ে প্রায় ৩ প্যাকেট ড্রাগস সহ ব্যবসার পন্থা হিসেবে ৫ টি খালি ড্রাগসের কোটা ভর্তি প্যাকেট উদ্ধার করে । সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল চাকমাঘাট পৌঁছানোর মুহূর্তেই ঘটনাস্থল চাকমাঘাট থেকে সকলের অলক্ষ্যে গিয়ে নিমেষেই পালিয়ে যায় নেশা কারবারী মিঠুন দেবনাথ । এইদিকে পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেশা কারবারী মিঠুন দেবনাথকে না পেয়ে মিঠু দেবনাথের স্ত্রী’কে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে । যদিও উল্লেখ্য, সূত্র মারফত জানা যায় মিঠুন দেবনাথের এই নেশার রমরমা বাণিজ্যের সঙ্গে তাঁর স্ত্রী উতপ্রোতভাবে জড়িত রয়েছে । উল্লেখ্য, তেলিয়ামুড়ার চাকমাঘাটের ড্রাগস কারবারী মিঠুন দেবনাথের স্ত্রী’র নামে পূর্বেও আগরতলার আমতলী থানায় “NDPS”-র একটি মামলা রয়েছে । পাশাপাশি ড্রাগস বিক্রেতা মিঠুন দেবনাথের নামেও ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি থানায় “NDPS”র মামলা রয়েছে । তবে এইদিকে তেলিয়ামুড়া শহরের আনাচে-কানাচে প্রায় প্রতিদিনই নেশা কারবারিদের লাগামহীনভাবে বাড়বাড়ন্ত-কে কেন্দ্র করে ইতিমধ্যেই শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলে একপ্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছে ।।
রাজ্য
তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় বিপুল পরিমাণ ড্রাগ সহ স্থানীয় জনগণের হাতে আটক নেশা কারবারের সাথে যুক্ত গোটা একটি পরিবার
- by janatar kalam
- 2021-08-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this