জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধিঃ- তেলিয়ামুড়া প্রতিনিধি :- রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বরাবরের মতোই বলে চলেছেন “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার স্লোগান । আর মুখ্যমন্ত্রী এই স্লোগানকে কালিমালিপ্ত করতে তেলিয়ামুড়ার একাংশ যুবক যেন বরাবরের মতোই মরিয়া হয়ে উঠেছে । “নেশার আঁতুড়ঘর” তেলিয়ামুড়ায় নেশার রমরমা বাণিজ্য কোনভাবেই যেন রোখা যাচ্ছে না । যদিও তেলিয়ামুড়ার সচেতন মানুষ থেকে শুরু করে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা “নেশামুক্ত তেলিয়ামুড়া” গড়ে তুলতে সর্বদাই ২৪ ঘন্টা রয়েছে সজাগ । উল্লেখ্য, ফের একবার আজ সোমবার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় বিপুল পরিমাণ ড্রাগস সহ স্থানীয় জনগণের হাতে আটক হয় নেশা-কারবারির সঙ্গে উতপ্রোতভাবে জড়িত গোটা একটি পরিবার । পরবর্তীতে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজন মহিলা নেশা কারবারিকে আটক করে থানায় নিয়ে আসে । ঘটনার বিবরণে জানা যায়, আজ সোমবার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার বাসিন্দা স্থানীয় মিঠুন দেবনাথ দীর্ঘদিন ধরে অবৈধ ড্রাগস ব্যাবসার সাথে উতপ্রোত ভাবে জড়িত ছিল । সেই গোপন খবরের ভিত্তিতেই চাকমাঘাটের স্থানীয় জনতা আজ সোমবার মিঠুন দেবনাথের বাড়িতে দফায় দফায় তল্লাশি চালায় । চাকমাঘাট স্থানীয় এলাকাবাসী কর্তৃক মিঠুন দেবনাথের বাড়িতে দফায় দফায় তল্লাশি চালিয়ে প্রায় ৩ প্যাকেট ড্রাগস সহ ব্যবসার পন্থা হিসেবে ৫ টি খালি ড্রাগসের কোটা ভর্তি প্যাকেট উদ্ধার করে । সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল চাকমাঘাট পৌঁছানোর মুহূর্তেই ঘটনাস্থল চাকমাঘাট থেকে সকলের অলক্ষ্যে গিয়ে নিমেষেই পালিয়ে যায় নেশা কারবারী মিঠুন দেবনাথ । এইদিকে পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেশা কারবারী মিঠুন দেবনাথকে না পেয়ে মিঠু দেবনাথের স্ত্রী’কে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে । যদিও উল্লেখ্য, সূত্র মারফত জানা যায় মিঠুন দেবনাথের এই নেশার রমরমা বাণিজ্যের সঙ্গে তাঁর স্ত্রী উতপ্রোতভাবে জড়িত রয়েছে । উল্লেখ্য, তেলিয়ামুড়ার চাকমাঘাটের ড্রাগস কারবারী মিঠুন দেবনাথের স্ত্রী’র নামে পূর্বেও আগরতলার আমতলী থানায় “NDPS”-র একটি মামলা রয়েছে । পাশাপাশি ড্রাগস বিক্রেতা মিঠুন দেবনাথের নামেও ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি থানায় “NDPS”র মামলা রয়েছে । তবে এইদিকে তেলিয়ামুড়া শহরের আনাচে-কানাচে প্রায় প্রতিদিনই নেশা কারবারিদের লাগামহীনভাবে বাড়বাড়ন্ত-কে কেন্দ্র করে ইতিমধ্যেই শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলে একপ্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছে ।।