2025-02-26
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বাংলা এবং ত্রিপুরা সংস্কৃতিগত মিল রয়েছে- দেবাংশু ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজ্যে এসে পৌঁছালেন পশ্চিমবঙ্গের তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। রাজ্যের মাটিতে পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু ভট্টাচার্য বলেন 2018 নির্বাচনে ত্রিপুরার জনগণ চলো পাল্টাই স্লোগান তুলে নিজেদের ঘরে ঘটি উল্টায় অবস্থা। তারপর তিনি বলেন ত্রিপুরার মানুষের সাথে পশ্চিমবঙ্গের সংস্কৃতিগত মিল রয়েছে তাই ত্রিপুরার মানুষ চাইছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যেভাবে সাজিয়েছেন ত্রিপুরাকেও সেভাবে সাজিয়ে তোলার। কেননা অনেক আশা প্রত্যাশা নিয়ে 2018 নির্বাচনে 25 বছরের ক্ষমতাসীন সরকার বামফ্রন্টকে পরিবর্তন করে বিপ্লব দেব এর নেতৃত্বে বিজেপি সরকারকে সুযোগ দিয়েছেন কিন্তু তাদের প্রত্যাশা মত কিছুই দিতে পারছেন না বর্তমান রাজ্য সরকার। তাছাড়া এদিন বিজেপির ত্রিপুরাতে তাদের প্রতিদ্বন্দ্বিতা নেই এই মন্তব্যের প্রতিবাদে দেবাংশু ভট্টাচার্য বলেন পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচারে বিজেপি বলেছিল খেলা শেষ কিন্তু কাদের খেলা শেষ হয়েছে সেটা গোটা দেশ দেখেছেন বলে এবং ত্রিপুরা ও মমতা দু বোনের মত দুটো যদি একই গতিতে না এগোই তাহলে উত্তর পূর্ব ভারতের অগ্রগতি সম্ভব নয় বলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service