2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পাথারকা‌ন্দির বা‌লি‌পিপলা জি‌পির মানিকবন্দে থাকা অস্থায়ী শরণার্থী শিবির পরিদর্শন কর‌লেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল

জনতার কলম ত্রিপুরা চুড়াইবাড়ি প্রতিনিধি:- পার্শ্ববর্তী রাজ্য অসমের পাথারকা‌ন্দির বা‌লি‌পিপলা জি‌পির মানিকবন্দে থাকা অস্থায়ী শরণার্থী শিবির আজ পরিদর্শন কর‌লেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।গত ২৬ জুলাই উত্তর জেলার পা‌নিসাগর মহকুমার দামছড়া এলাকার ভাইপুতে দুটি উপজাতি সম্প্রদায়ের ম‌ধ্যে গোষ্ঠী সংঘর্ষের জেরে সেখান থেকে প্রাণ রক্ষার্থে পা‌লি‌য়ে আসা চরাই ও হালাম জনজাতির সহস্রাধিক লোকেরা বর্তমা‌নে পাথারকা‌ন্দির বি‌ভিন্ন আশ্রয় শি‌বি‌রে আশ্রয় নি‌য়ে‌ছেন।মান‌বিক দৃ‌ষ্টিা‌কোন থে‌কে এ‌সব আ‌শ্রিতা‌দের খোঁজ নি‌তে আজ স্হানীয় বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল মানিকবন্দস্থিত অস্থায়ী শরণার্থী শিবিরে উপস্থিত হন।এবং এখা‌নে অবস্থানরত শরণার্থী মানুষের সাথে বার্তালাপ করেন।এবং তাদের কাছ থে‌কে দু‌টি গোষ্ঠীর সংঘর্ষ জ‌নিত ঘটনার খু‌টিনা‌টি সম্প‌র্কে অবগত হন।প‌রে তিনি শিবিরে থাকা মহিলাদের ম‌ধ্যে ব‌্যক্তিগত তহ‌বি‌লের টাকায় বস্ত্র বন্টন করেন।তাছাড়া বিধায়ক বলেন উক্ত ঘটনা সম্প‌র্কে রা‌জ্যের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্ম্মাও অবগত র‌য়ে‌ছেন।বিষয়‌টি নি‌য়ে ত্রিপুরা রাজ‌্য সরকা‌রের সা‌থেও আ‌লোচনা ক‌রে‌ছেন মুখ‌্যমন্ত্রী হিমন্ত।এ‌কিসা‌থে শরণার্থী শি‌বি‌রে যাতে খাদ‌্য সামগ্রীর অভাব দেখা না দেয় সে ব‌্যাপা‌রে জেলা প্রশাস‌নের সা‌থেও কথা ব‌লে‌ছেন বিধায়ক শ্রী পাল।পরে বিধায়ক ও ত্রিপুরা প্রশাসনিক কর্তাদের মধ্যে এ ম‌র্মে একপ্রস্থ আলোচনা হয়।বিধায়ক ব‌লেন ব্রু শরণার্থী‌দের রোষান‌লে প‌ড়ে আজ‌কের দি‌নে ঘরছাড়া হ‌য়ে‌ছেন ত্রিপুরার ভু‌মিপুত্র তথা পাহা‌ড়ি জনজাতীর বি‌ভিন্ন বয়‌ষের লো‌কেরা।তারা যা‌তে শীঘ্রই সু‌বিচার পান সে ব‌্যাপা‌রে তি‌নি ফের একবার রা‌জ্যের মুখ‌্যমন্ত্রীর নিকট আ‌বেদন জানা‌বেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service