2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সাংবাদিকদের নানা দাবি-দাওয়া নিয়ে সংবাদমাধ্যমের ৮টি সংগঠনের যৌথ উদ্যোগে তথ্য সংস্কৃতি দপ্তর এর অধিকর্তার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা করা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মধ্যে সরকারি বিজ্ঞাপন বেশি করে দেওয়া, এবং সাংবাদিকদের জন্য আবাসন এর ব্যবস্থা সহ আরো বিভিন্ন দাবি নিয়ে সোমবার সংবাদমাধ্যমের আটটি সংগঠন তথ্য সংস্কৃতি দপ্তর এর অধিক কর্তা রতন বিশ্বাসের মারফত স্মারকলিপি তুলে দিলেন মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্যের সাংবাদিকদের বিভিন্ন ধরনের সুবিধাও অসুবিধা গুলো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিশেষভাবে দৃষ্টি দিয়ে দেখবেন বলেছিলেন বিধান সভা নির্বাচনের আগে। বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সংবাদমাধ্যম ও সাংবাদিকদের জন্য যতটুকু করেছেন তা সম্পূর্ণ হয়নি তাই সাংবাদিকদের ও সংবাদ মাধ্যমের দাবিগুলো নিয়ে অধিকর্তার মারফত মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন সংগঠনের নেতা তথা আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার এ দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বাইট। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ও।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service